আমরা স্কাইপ কেলেঙ্কারি বের করলাম— বাংলাদেশে এ পর্যন্ত যত ইনভেস্টিগেশন নিউজ হয়েছে তার মধ্যে অন্যতম ছিল এটা। এখন যেটা ডিজিটাল আইন, সেটা শুরু হয় আইসিটি অ্যাক্ট থেকে। আমি এবং আমার দেশ ছিলাম সেটার প্রথম আসামি। আমি বন্দি জীবন যাপন শুরু করলাম অফিসের ভেতরে। দীর্ঘ চার মাস বন্দি জীবন পার করলাম।
প্রসিকিউশন টিমে ছিলেন গোলাম আরিফ টিপু, রানা দাশগুপ্ত, জিয়াদ আল মালুম ও অন্যান্য আওয়ামী আইনজীবী। সরকারি লোকজনের বাইরে আহমেদ জিয়াউদ্দিন বেলজিয়াম থেকে ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি নাসিমকে দেলাওয়ার হোসাইন সাঈদীর মামলার রায় লিখে দিতেন।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নামে বিচারিত হত্যা বাস্তবায়ন প্রক্রিয়া এগিয়ে চলছিল।